ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাজ্য স্বীকৃতি দিতে পারে, যুক্তরাষ্ট্র নয়

২০২৫ আগস্ট ০৯ ১৬:৪৪:৫৮
যুক্তরাজ্য স্বীকৃতি দিতে পারে, যুক্তরাষ্ট্র নয়

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, ফিলিস্তিনে কোনো কার্যকর সরকার না থাকায় এ মুহূর্তে রাষ্ট্র স্বীকৃতি বাস্তবসম্মত নয়। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হচ্ছে— হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করা।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি দক্ষিণ লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির বাসভবনে এক বৈঠকে এসব কথা বলেন ভ্যান্স।

তিনি বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র বলতে কী বোঝানো হয়, আমি তা বুঝতে পারছি না, কারণ সেখানে কোনো কার্যকর প্রশাসন নেই। তাই আমাদের পক্ষ থেকে রাষ্ট্র স্বীকৃতির কোনো পরিকল্পনা নেই।” তবে তিনি যুক্তরাজ্যের নিজস্ব পররাষ্ট্র নীতিকে সম্মান জানিয়ে বলেন, তারা এ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে।

ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান সংকটে দুটি মূল লক্ষ্য নির্ধারণ করেছেন—

১. হামাসকে ধ্বংস করা, যেন তারা আর ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে।

২. গাজায় চলমান মানবিক সংকটের সমাধান করা।

এর আগে, গত জুলাই মাসে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছিল, ইসরায়েল যদি গাজায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা অব্যাহত রাখে এবং সামরিক অভিযান থামায় না, তাহলে তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

একই রকম বক্তব্য দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও। তিনি জানান, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিস্থিতি বিবেচনায় তারাও রাষ্ট্র স্বীকৃতির পথে এগোবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে