ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন রঙে, নতুন চেহারায় ১০০ টাকার নোট

২০২৫ আগস্ট ১০ ১৯:২৮:৩৬
নতুন রঙে, নতুন চেহারায় ১০০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক ঘোষিত নতুন নকশার ১০০ টাকার নোট বাজারে আসছে আগামী মঙ্গলবার (১২ আগস্ট)। ইতোমধ্যে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নোটটির সামনের অংশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, আর পেছনে রয়েছে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য।মূল রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে নীল, যার সঙ্গে যুক্ত রয়েছে জাতীয় ফুল শাপলার প্রতীক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নোটে উন্নত নিরাপত্তা প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা জাল নোট প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

নোটটিতে বর্তমান গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর থাকবে। তবে আগের প্রচলিত ১০০ টাকার নোটগুলো চলতি বৈধ মুদ্রা হিসেবেই ব্যবহৃত হবে।

এর আগে বাংলাদেশ ব্যাংক নতুন নকশায় ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকার নোট এবং ২ ও ৫ টাকার মুদ্রা নোট প্রকাশ করে, যেখানে দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়।

গত জুন মাসে প্রকাশিত ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট সীমিত পরিসরে ব্যাংকগুলোতে সরবরাহ করা হয়, যা ১ জুন থেকে প্রচলনে আসে এবং ২ জুন থেকে জনসাধারণের মধ্যে বিনিময় শুরু হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে