ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫
Sharenews24

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন

২০২৫ আগস্ট ১১ ১০:০৮:১৫
তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন

নিজস্ব প্রতিবেদক : পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কম্পন আশপাশের একাধিক প্রদেশেও ছড়িয়ে পড়ে।

আফাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার।

বালিকেসির প্রদেশের সিনদিরগি এলাকায় কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় মেয়র সেরকান সাক জানিয়েছেন, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়লে সেখানে থাকা ছয় বাসিন্দার মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আফাদের জরুরি দল ইস্তাম্বুলসহ পার্শ্ববর্তী প্রদেশগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পপ্রবণ তুরস্ক বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে