ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন প্রতীক নিয়ে নির্বাচনে আসছে আওয়ামী লীগ

২০২৫ আগস্ট ১০ ১০:২৩:৪৭
নতুন প্রতীক নিয়ে নির্বাচনে আসছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অংশ না নিয়ে বিকল্প কৌশলে নির্বাচনে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দলটি নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম এবং নেতাদের বিচারের মুখোমুখি হওয়ার প্রেক্ষাপটে ছদ্মবেশী প্রার্থীদের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের পরিকল্পনা করছে।

বিশ্লেষকদের মতে, ২০১৪ সালের নির্বাচনে দলটি যেভাবে দলীয় প্রার্থীদের পাশাপাশি তথাকথিত স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়েছিল, এবারও তেমন কৌশল নেওয়া হতে পারে। এবার তারা "নৌকা" প্রতীকের পরিবর্তে নতুন নাম ও প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে দাবি করা হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত কিছু প্রার্থীকে গোপনে অর্থায়ন, প্রচারণা এবং কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, এই প্রার্থীদের অনেকেই দলটির বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত।

সম্প্রতি, নির্বাচনী প্রশিক্ষণের অভিযোগে একজন সাবেক সেনা কর্মকর্তার আটকের ঘটনা জনমনে নতুন করে প্রশ্ন তৈরি করেছে এবং আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে