ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

অনিয়ম তদন্তে বিএসইসি’র রাডারে এনআরবি ব্যাংক সিকিউরিটিজ

২০২৫ আগস্ট ১০ ০৬:২৬:০২
অনিয়ম তদন্তে বিএসইসি’র রাডারে এনআরবি ব্যাংক সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য এনআরবি ব্যাংক সিকিউরিটিজ-এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত জুলাই মাসের শেষ সপ্তাহে কমিশন এই তদন্তের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

এই তদন্তের জন্য বিএসইসি-এর একজন উপ-পরিচালক, একজন সহকারী পরিচালক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ম্যানেজারকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৬০কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই তদন্তে যেসব অভিযোগ খতিয়ে দেখা হবে সেগুলো হলো- অবৈধ লেনদেন, অপ্রকাশিত তহবিলের ব্যবহার এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেন।

এছাড়াও, শেয়ারহোল্ডার পরিবর্তন বা বোর্ড নিয়োগের সময় সিকিউরিটিজ আইন লঙ্ঘন করা হয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হবে। চেয়ারম্যান বদিউজ্জামান বা অন্য কোনো বোর্ড সদস্য ভেতরের তথ্য ব্যবহার করে অবৈধ লেনদেন বা বাজার কারসাজির সঙ্গে জড়িত ছিলেন কিনা, কমিটি তা-ও যাচাই করবে।

কর্পোরেট গভর্ন্যান্স কোড এবং অন্যান্য সংশ্লিষ্ট বিধিমালা সঠিকভাবে মানা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।

বিএসইসি-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রাথমিক অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে