ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫
Sharenews24

আইসিবি ও শান্তা হোল্ডিংসের ২ কোটি ৯৫ হাজার শেয়ার বিক্রি

২০২৫ আগস্ট ১০ ০৬:১৪:৪৩
আইসিবি ও শান্তা হোল্ডিংসের ২ কোটি ৯৫ হাজার শেয়ার বিক্রি

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং শান্তা হোল্ডিংস লিমিটেড তাদের হাতে থাকা এসিআই পিএলসি-এর মোট ২ কোটি ৯৫ হাজার ৩৫টি শেয়ার বিক্রি করেছে। এসিআই-এর মাসিক শেয়ারহোল্ডিং প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিক্রিত শেয়ারের মধ্যে আইসিবি বিক্রি করেছে ২ কোটি ৪২ হাজার ৯৬৬টি এবং শান্তা হোল্ডিংস বিক্রি করেছে ৫২ হাজার ৬৯টি। এই বিক্রির পর এসিআইতে আইসিবি-এর অংশীদারিত্ব ৯.০১ শতাংশ থেকে কমে ৮.৭২শতাংশে নেমে এসেছে এবং শান্তা হোল্ডিংসের অংশীদারিত্ব ৫.০৫ শতাংশ থেকে কমে ৪.৯৮ শতাংশে হয়েছে।এর আগে এপ্রিল মাসেও প্রতিষ্ঠান দুটি সম্মিলিতভাবে এসিআই-এর ৮ লাখ৩২ হাজার শেয়ার বিক্রি করেছিল।

বাজার সংশ্লিষ্টরা এটিকে দুটি প্রতিষ্ঠানের কৌশলগত বিনিয়োগ সমন্বয়ের অংশ হিসেবে দেখছেন। উল্লেখ্য, জানুয়ারি মাসে আইসিবি এবং শান্তা উভয়ই গত অর্থবছরের বোনাস ডিভিডেন্ড হিসেবে এসিআই-এর একটি উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার পেয়েছিল।

তবে এর আগে গত মার্চ মাসে আইসিবি এসিআই-এর ২৯ লাখ শেয়ার কিনে তাদের অংশীদারিত্ব বাড়িয়েছিল, যা তাদের বিনিয়োগ কৌশলের গতিশীলতা প্রমাণ করে।

অন্যদিকে, গত এপ্রিল মাসে এসিআই পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বাজার মূল্যে ১৪ লাখ শেয়ার কিনে তার অংশীদারিত্ব আরও বাড়িয়েছেন। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তিনি আরও ৩১ লাখ শেয়ার কিনেছিলেন। এপ্রিলের শেয়ারহোল্ডিং প্রতিবেদন অনুযায়ী, আরিফ দৌলার হাতে এখন ৮৮.৬৮ লাখ শেয়ার আছে, যা কোম্পানির মোট শেয়ারের ১০.১২ শতাংশ।

একইভাবে এসিআই-এর পরিচালক শুসমিতা আনিস এপ্রিল মাসে ৭.৭৫ লাখ শেয়ার এবং জানুয়ারিতে ১৫.১৫ লাখ শেয়ার কিনেছিলেন। এছাড়াও, চেয়ারম্যান আনিস উদ দৌলা জানুয়ারিতে ১৬ লাখ শেয়ার কিনেছিলেন। জুলাই মাসের প্রতিবেদন অনুযায়ী, এসিআই-এর স্পন্সর ও পরিচালকদের হাতে কোম্পানির মোট ৪৫.৭৭ শতাংশ শেয়ার রয়েছে।

এসিআই পিএলসি ২০২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৮০ কোটি টাকা লোকসান করেছে। অ-নিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে তাদের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ১১ পয়সা, যা গত বছরের একই সময়ের ৭ টাকা ১৮ পয়সা লোকসানের চেয়ে বেশি। তবে এই নয় মাসে কোম্পানির রাজস্ব ছিল ১০ হাজার ১৯৩ কোটি টাকা, যা গত বছরের ৯ হাজার ২৯৬ কোটি টাকার চেয়ে বেশি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে