ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

দপ্তরসমূহে মাউশির ৩ কার্যদিবসের নোটিশ

২০২৫ জুলাই ২৯ ১৭:০৪:২২
দপ্তরসমূহে মাউশির ৩ কার্যদিবসের নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তরসমূহের কাছে ওয়েবসাইট না থাকার কারণ এবং এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ৩ দিন কার্যদিবসের মধ্যে কারণ ব্যাখ্যা করে পাঠাতে বলেছে মাউশি।

আজ মঙ্গলবার এক নোটিশে এ তথ্য জানায় মাউশি। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রেফেসব বি এম আব্দুল হান্নান।

এতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারীকৃত সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা ২০২৪-২৫ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকার আওতাধীন অফিস/প্রতিষ্ঠানসমূহের সেবা প্রদান প্রতিশ্রুতি হালনাগাদপূর্বক হালনাগাদকৃত সেবা প্রদান প্রতিশ্রুতি সংশ্লিষ্ট দপ্তর/সংস্থার ওয়েবসাইটে আপলোড ও প্রদর্শন নিশ্চিতকরণেরর নির্দেশনা রয়েছে। এতদসত্ত্বেও লক্ষ করা যাচ্ছে যে এ অধিদপ্তরের আওতাধীন বেশ কিছু দপ্তরে ওয়েবসাইট নেই।

যেসব দপ্তরসমূহে ওয়েবসাইট নেই সেসব দপ্তর প্রধানকে ওয়েবসাইট না থাকার কারণ ব্যাখ্যাকরণ এবং ওয়েবসাইট তৈরির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা আগামী ০৩ কার্যদিবসের মধ্যে ই-মেইলে ([email protected]) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে