ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

রেকর্ড উত্থানের পরও বিনিয়োগকারীদের মনে অস্থিরতার আশঙ্কা

২০২৫ জুলাই ৩১ ১৪:৫৭:১৪
রেকর্ড উত্থানের পরও বিনিয়োগকারীদের মনে অস্থিরতার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আবারও ঊর্ধ্বমুখী ধারার দেখা মিলছে। টানা তিন কর্মদিবস দর সংশোধন ও মুনাফা তোলার চাপ কাটিয়ে গতকাল বুধবারের মতো আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনটিও লেনদেন ও সূচকের দিক থেকে রেকর্ডময় হয়েছে। তবে আশাব্যঞ্জক এই উত্থানের মাঝেও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান লক্ষ্য করা যায়। বেলা সাড়ে ১১টার মধ্যেই ডিএসইর প্রধান সূচক ১০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৯ পয়েন্টে পৌঁছে যায়—যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে লেনদেনের পরিমাণও গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

তবে দিনশেষে সূচকের পাশাপাশি লেনদেনে টাকার অংকেও বড় উত্থান হলেও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। এই বৈপরীত্য অনেক বিনিয়োগকারীর কাছে প্রশ্নের জন্ম দিয়েছে। বাজার ঊর্ধ্বমুখী হলেও অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন বাজারের স্বাভাবিক গতিপথ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, অল্প কিছু উচ্চ মূলধনী কোম্পানির দর বাড়ায় সূচকে বড় উত্থান দেখা গেছে। কিন্তু সামগ্রিকভাবে বাজারের ভিত্তি এখনও পুরোপুরি শক্ত হয়নি। ফলে বিনিয়োগকারীদের এখনও সতর্কভাবে এগিয়ে চলার পরামর্শ দিচ্ছেন তারা।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩.৪১ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩ অক্টোবর, ২০২৪ সালে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৪৬২.৫৮ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০.৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪.৩৫ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫০টির দর বেড়েছে, ১৬৭টির দর কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ সেপেম্বর, ২০২৪ সালে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার ৩০ জুলাই লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে