ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫
Sharenews24

৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ

২০২৫ জুলাই ৩০ ২৩:২৯:৩৩
৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী ৩ আগস্ট শহীদ মিনার থেকে "নতুন বাংলাদেশের" ইশতেহার ঘোষণা করা হবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত এ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী সমর্থন চেয়েছেন তিনি।

বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। জুলাই মাসজুড়ে চলা ‘পদযাত্রা’র ৩০তম দিনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ বলেন, “২০২৪ সালের ১ জুলাই আমরা কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন পরিণত হয়েছে গণঅভ্যুত্থানে। মানুষ এখন স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায়। আমরা বৈষম্যহীন, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ চাই।”

তিনি আরও অভিযোগ করেন, গত এক বছরে আমাদের সংস্কারকাজ বাধাগ্রস্ত করা হয়েছে। নতুন সংবিধান, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অপসারণ ও ঘোষণাপত্র প্রকাশে বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা কোনো দাবি থেকে সরে যাইনি। আগামীতে ঐক্যবদ্ধভাবে দাবি আদায় করব।

দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে তিনি বলেন, তারা এনসিপির কেউ নন, কিন্তু গণঅভ্যুত্থানের প্রতিনিধি। তাদের অন্তর্বর্তী সরকারে থাকা নিয়ে ষড়যন্ত্র চলছে, পদত্যাগে বাধ্য করার চেষ্টা হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী প্রমুখ। সভা সঞ্চালনা করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে