ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

ওমান প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল

২০২৫ জুলাই ৩১ ১৫:০০:১৭
ওমান প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: ওমান সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিতে ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বঘোষিত মেয়াদ ৩১ জুলাইয়ের পরিবর্তে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ওমান সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার (৩০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে লেখেন,“ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। যারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে আইনি প্রক্রিয়ায় প্রবেশ করবেন, তাদের কোনো আর্থিক জরিমানা দিতে হবে না।”

ওমানের শ্রম মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, সাধারণ মানুষের অনুরোধ, নিয়োগকর্তাদের সুবিধা এবং উপকারভোগীদের স্বার্থ বিবেচনায় এ সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক অভিবাসী শ্রমিক ও নিয়োগদাতা বৈধতার আওতায় আসতে পারবেন।

আসিফ নজরুল তাঁর পোস্টে ওমানপ্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেন,“যাদের বৈধ কাগজ নেই, তারা যেন এই সুযোগটি কাজে লাগান এবং প্রয়োজনে ওমানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।”

বর্তমানে ওমানে প্রায় ৭ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী এখনও বৈধ কাগজপত্র না থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ ক্ষমার অপেক্ষায় ছিলেন।

মুসআব/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে