ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারাগারে অপমানের মুখে সাবেক মন্ত্রীরা

২০২৫ জুলাই ৩১ ১১:২৬:৩৫
কারাগারে অপমানের মুখে সাবেক মন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাইয়ুম হোসেন নয়ন জানিয়েছেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া একাধিক সাবেক মন্ত্রী-এমপি ও প্রভাবশালী ভিআইপি আসামির প্রতি সাধারণ কয়েদিদের তীব্র ক্ষোভ রয়েছে। এমনকি তাদের প্রতি প্রকাশ্য অবজ্ঞা ও ঘৃণাও দেখা যাচ্ছে।

তিনি বলেন, “সালমান এফ রহমান, আনিসুল হক, পলক, ইনু, মেননসহ অনেক ভিআইপি আসামিকে সাধারণ কয়েদিরা সহ্য করতে পারে না। তাদের দেখলেই গালাগাল দেয়, থুতু ফেলে। কারণ তারা গণহত্যা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত বলে মানুষ মনে করে।”

কারা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক ৫৬ জন মন্ত্রী, এমপি ও প্রভাবশালী রাজনীতিবিদকে নিরাপত্তার কারণে ঢাকার কেরানীগঞ্জে নতুনভাবে চালু হওয়া একটি বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। আরও তিনজন সাবেক এমপিও সেখানে রয়েছেন, যাদের এখনও ডিভিশন মঞ্জুর হয়নি। মোট ৫৯ জনকে ওই কারাগারে রাখা হয়েছে।

এই কারাগারটি আগে নারী বন্দিদের জন্য ব্যবহৃত হতো, পরে সেটিকে সংস্কার করে ভিআইপি আসামিদের রাখার উপযোগী করে তোলা হয়। কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সাধারণ কয়েদিদের মধ্যে এসব আসামিকে নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে। তাদের সঙ্গে রাখলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সে কারণেই নিরাপত্তার স্বার্থে বিশেষ কারাগারে আলাদাভাবে রাখা হচ্ছে।”

বিশেষ কারাগারে দায়িত্ব পালন করছেন সারা দেশের বিভিন্ন জেল থেকে বাছাই করা বিশ্বস্ত, নিরপেক্ষ ও আওয়ামী সংশ্লিষ্টতা নেই এমন কারারক্ষীরা। এদের অতীতে কোনো অনিয়মের রেকর্ড নেই বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

বিশেষ কারাগারে রাখা আলোচিত ভিআইপি বন্দিদের মধ্যে রয়েছেন:

সালমান এফ রহমান (সাবেক উপদেষ্টা)

আনিসুল হক (সাবেক আইনমন্ত্রী)

জুনায়েদ আহমেদ পলক (সাবেক আইসিটি প্রতিমন্ত্রী)

হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, আতিকুল ইসলাম

কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ফরহাদ হোসেন, জাকির হোসেন

শামসুল হক টুকু, আরিফ খান জয়, আহমদ হোসেন, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম

আ স ম ফিরোজ, শামসুদ্দিন চৌধুরী মানিক, গোলাম দস্তগীর গাজী

আবদুস সোবহান গোলাপ, টিপু মুনশি, সাধন চন্দ্র মজুমদার, শাহজাহান খান

ডা. এনামুর রহমান, জাহিদ ফারুক শামীম, উবায়দুল মোকতাদির চৌধুরী

নূরুল ইসলাম সুজন, মাহবুব আলী, শহীদুজ্জামান সরকার, নুরুজ্জামান আহমেদ

দীপংকর তালুকদার, আব্দুস শহীদ, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

এ ছাড়া জনরোষ ও নিরাপত্তাজনিত কারণে আরও ১৮ সাবেক এমপিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন সাদেক খান, সেলিম, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, সুলতান মনসুর, মোরশেদ আলম, গোলাম কিবরিয়া টিপু, সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে