ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

‘জয় বাংলা’ স্লোগান শুনেই ফুসে উঠলেন বিজেপি নেতা

২০২৫ জুলাই ৩১ ১৮:০৫:২১
‘জয় বাংলা’ স্লোগান শুনেই ফুসে উঠলেন বিজেপি নেতা

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়িবহরে ‘জয় বাংলা’ স্লোগান শোনা মাত্রই তিনি রেগে যান এবং গাড়ি থামিয়ে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর সঙ্গে তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনাটি দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, বুধবার হুগলি জেলার পুরশুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষার যাত্রা-মিছিলের সময় শুভেন্দু অধিকারী আরামবাগের হেলান এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ মঈদুল ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই স্লোগান শুনে শুভেন্দু অধিকারীর রোষ দেখা দেয়। তিনি হঠাৎ গাড়িবহর থামিয়ে কালো গাড়ি থেকে নেমে পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন।

এরপর শুভেন্দু ও শেখ মঈদুলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। শুভেন্দু ‘হিন্দুর বাচ্চা’ বলে তৃণমূল কর্মীকে গালিগালাজ করেন এবং তাকে পাকিস্তানি-রোহিঙ্গা হিসেবে আক্রমণ করেন। পাল্টা মঈদুলও শুভেন্দুকে ‘রোহিঙ্গা’ বলে পাল্টা তির্যক মন্তব্য করেন।

সংঘর্ষ আরও তীব্র হলে শুভেন্দু অধিকারী বলেন, “আমি মমতাকে নির্বাচনে হারিয়েছি, চামড়া তুলে নেব।” এই উত্তেজনার মাঝে কেন্দ্রীয় বাহিনী ওই তৃণমূল কর্মীকে নিরাপত্তার জন্য সরিয়ে নেয়।

ঘটনার পর তৃণমূল কংগ্রেস শুভেন্দুকে কটাক্ষ করে বলে, “ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু। জয় বাংলা শুনলেই গায়ে যেন ফোসকা পড়ে।”

অপরদিকে, বিজেপি দাবি করে, ‘জয় বাংলা’ স্লোগানটি বাংলাদেশ থেকে ধার করে আনা হয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ এটি মেনে নেবে না। তাদের ভাষ্যমতে, ‘খেলা হবে’ স্লোগানও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে নকল করে এনেছিলেন, কিন্তু এবার ধার করা জিনিস আর গ্রহণ হবে না।

এই ঘটনা রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে