ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
Sharenews24

৫ দিনের ভেতর চমকের ইঙ্গিত দিলেন প্রেস সচিব

২০২৫ জুলাই ৩১ ১৫:২৬:৪৬
৫ দিনের ভেতর চমকের ইঙ্গিত দিলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতির দিক থেকে আগামী ৫-৬ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,“আগামী পাঁচ-ছয় দিনের মধ্যেই আমরা অনেক কিছু পরিষ্কারভাবে বুঝতে পারব—আমরা কোন পথে এগোচ্ছি। তবে যাই হোক না কেন, নির্বাচনে কোনো বিলম্ব হবে না। প্রধান উপদেষ্টা এই বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থানে আছেন।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের অংশগ্রহণ থাকলে সুষ্ঠু নির্বাচনে কোনো ধরনের বাধা থাকবে না এবং নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিবেশে।

প্রেস সচিব আরও বলেন,“এই সরকার একটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার একটি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।”

চাঁদাবাজির বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে জানিয়ে শফিকুল আলম বলেন,“প্রমাণ পাওয়া গেলে, যার বিরুদ্ধেই হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে স্বচ্ছতা সংকটের বিষয়টি তুলে ধরে বলেন,“স্বাধীনতার ৫৪ বছর পরও রাজনৈতিক দলগুলোর ফান্ড রেইজিং এখনো স্বচ্ছ নয়, যা অত্যন্ত দুঃখজনক।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে