ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

সাবেক এমপির মৃত্যু নিয়ে মুখ খুলল কারা অধিদফতর

২০২৫ জুলাই ৩১ ১৭:৩৯:০৭
সাবেক এমপির মৃত্যু নিয়ে মুখ খুলল কারা অধিদফতর

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সংসদ সদস্য (এমপি) ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কারা অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) কারা অধিদফতরের এআইজি ফরহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু কারাগারে আটক ছিলেন না। তার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয় এবং এটি সম্পূর্ণ গুজব।

বিজ্ঞপ্তিতে সকলকে এই বিষয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এর আগে, গত সোমবার (২৮ জুলাই) পিন্টুর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তার স্বজনদের বরাতে জানানো হয়, তিনি ঢাকার নিকুঞ্জ এলাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল জানান, তার মামা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং সেই অবস্থায়ই তিনি ইন্তেকাল করেন।

তবে তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাগারে নির্যাতনের কারণে মৃত্যু হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে কারা অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে এবং গুজবের প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ২০০৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে, ২০১৪ সালে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে