ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

নাহিদের মন্তব্যে সাদিক কায়েমের চ্যালেঞ্জ

২০২৫ জুলাই ৩১ ১৭:২৪:০১
নাহিদের মন্তব্যে সাদিক কায়েমের চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। তিনি বলেন,“জুলাই আন্দোলনে আমার ভূমিকাকে খাটো করার অপচেষ্টা শুধু দুঃখজনক নয়, বরং তা আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হতে পারে।”

সাদিক কায়েম অভিযোগ করেন, ইতিহাস বিকৃত করে তাকে আন্দোলনের ‘সমন্বয়ক’ হিসেবে অস্বীকার করা হচ্ছে। তিনি বলেন,“যখন আন্দোলনের মূল সমন্বয়কারীরা ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন, সেই সময় আমি কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। ৯ দফা প্রস্তাব তৈরি, মিডিয়ায় পাঠানো, দ্বিতীয় সারির নেতাদের নিরাপত্তা ও কর্মসূচি পরিকল্পনায় আমি সক্রিয় ভূমিকা রাখি।”

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন,“আমি কখনও নিজেকে কোনো পদ বা নেতৃত্বের দাবিদার হিসেবে উপস্থাপন করিনি। ৫ আগস্টের পর দেওয়া আমার সব বক্তব্যেই আমি বলেছি—এই বিপ্লবের নায়ক আমাদের শহীদ ও গাজীরাই।”

সাদিক কায়েম আরও বলেন,“অনেকে সেই সময় ‘গুমের নাটক’ করেছে বা আত্মগোপনে ছিল। কেউ আবার আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার দাবি করছিল। অথচ ৫ আগস্টের পর তারা নিজেকে ‘মহাবিপ্লবী’ বলে দাবি করছে। এটাই ইতিহাস বিকৃতি।”

তিনি জাতির প্রতি আহ্বান জানিয়ে বলেন,“এই ঐতিহাসিক ঘটনাগুলো যদি সামনে না আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বিকৃত ইতিহাস পৌঁছাবে। ইতিহাসের দায় থেকেই আমরা চাই, সব সত্য জাতির সামনে আসুক।”

এর আগে নাহিদ ইসলাম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বলেন,“সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না। তবে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাঁকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়েছিল।”

তিনি অভিযোগ করেন,“পরবর্তীতে সাদিক কায়েমরা ঢালাওভাবে প্রচার করতে থাকেন যে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারাই। অথচ বাস্তবতা হলো—এই আন্দোলন ছিল সম্মিলিত ছাত্রসমাজের উদ্যোগ, যা শিবিরের একক কিছু ছিল না।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে