ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
Sharenews24

নেগেটিভ ইক্যুইটির প্রভিশন জমার সময়সীমা বাড়ালো বিএসইসি

২০২৫ জুলাই ৩১ ১২:০৮:৩৭
নেগেটিভ ইক্যুইটির প্রভিশন জমার সময়সীমা বাড়ালো বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নেগেটিভ ইক্যুইটি বা আনরিয়ালাইজড লসের ওপর প্রভিশন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করে বোর্ডের অনুমোদনসহ কমিশনে জমা দেওয়ার সময় তিন মাস বৃদ্ধি করেছে।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৬৫তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৩০ জুলাই) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেয়ার বাজারের স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার এবং পোর্টফোলিও ম্যানেজারদের গ্রাহকের মার্জিন অ্যাকাউন্টে সৃষ্ট নেগেটিভ ইক্যুইটি বা আনরিয়ালাইজড লসের ওপর প্রভিশন সংরক্ষণের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে বোর্ডের অনুমোদনসহ ৩০ জুনের মধ্যে কমিশনে জমা দেওয়ার শর্তের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

তবে এই সময়সীমার মধ্যে অনেকেই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) অনুরোধের পরিপ্রেক্ষিতে ৯৬৫তম কমিশন সভায় আবারও সময় বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের মক্কেলের মার্জিন অ্যাকাউন্টে নেগেটিভ ইক্যুইটির বিপরীতে এবং ডিলার অ্যাকাউন্ট ও নিজস্ব পোর্টফোলিওতে আনরিয়ালাইজড লসের জন্য প্রভিশন সংরক্ষণের একটি সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করে বোর্ডের অনুমোদনসহ ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনে জমা দিতে হবে।

এছাড়া যারা পূর্বে বোর্ড অনুমোদন ব্যতীত কর্মপরিকল্পনা জমা দিয়েছেন, তাদেরও ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুনরায় বোর্ড অনুমোদনসহ কর্মপরিকল্পনা কমিশনে জমা দিতে হবে।

অন্যদিকে, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর আবেদন মেনে বার্ষিক বিও হিসাব মেইন্টেন্যান্স ফি হিসাব করার জন্য কাট-অফ ডেট ৩১ আগস্ট এবং সংশ্লিষ্ট ভাউচার প্রস্তুতির তারিখ ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে