ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

এক দিনেই বিএনপির ২০ নেতা বহিষ্কার 

২০২৫ জুলাই ৩১ ০৮:২৫:০২
এক দিনেই বিএনপির ২০ নেতা বহিষ্কার 

নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা লঙ্ঘন, চাঁদাবাজি, সহিংসতা ও দখলদারিসহ বিভিন্ন অভিযোগে একদিনেই বিএনপির ২০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করেছে দলটি।

দলটির হাইকমান্ড জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ওঠে। তাৎক্ষণিকভাবে এসব অভিযোগ তদন্ত করে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, চাঁদাবাজ, দখলদার ও বিশৃঙ্খল নেতাকর্মীদের কোনও ছাড় দেওয়া হবে না। এমনকি প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন:

চট্টগ্রাম: গিয়াস কাদের চৌধুরী (ভাইস চেয়ারম্যান, পদ স্থগিত), নুরুল আমিন চেয়ারম্যান, গাজী নিজাম উদ্দিন, দিদারুল ইসলাম মিয়াজী, সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন।

ঠাকুরগাঁও: সৈয়দ আলম, ড. টিএম মাহবুবুর রহমান।

চাঁদপুর ও কুমিল্লা: ইমাম হোসেন গাজী, আব্দুল মান্নান লস্কর, আনোয়ার হোসেন ভূঁইয়া, মো. শফিউল্লাহ।

ড্যাব (চিকিৎসক সংগঠন): ডা. খায়রুল ইসলামসহ আট চিকিৎসক।

সাম্প্রতিক এক সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের নেতৃত্বাধীন কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

দলীয় পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ৩,২৪৩ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০০ জনকে বহিষ্কার, ৫০ জনের পদ স্থগিত, ৭০০ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমান কারও অপকর্ম মেনে নেন না। চার হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বিএনপি সূত্রে জানা গেছে, তৃণমূলের কিছু নেতাকর্মী রাজনৈতিক সুযোগের অপব্যবহার করে বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অনেকেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। তবে তপশিল ঘোষণার আগে বড় পরিসরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত মিলেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে