ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

চাপের মুখে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে ভাঙন

২০২৫ জুলাই ৩১ ০৯:৩৪:৪৫
চাপের মুখে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে ভাঙন

নিজস্ব প্রতিবেদক: ইরান থেকে তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার অভিযোগে ৬টি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, মোট ২০টি প্রতিষ্ঠানকে এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, যার মধ্যে ভারতের ৬টি প্রতিষ্ঠান রয়েছে।

যদিও ক্ষতিগ্রস্ত ভারতীয় কোম্পানিগুলোর নাম প্রকাশ করা হয়নি, তবে মার্কিন প্রশাসনের দাবি, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইরান বিপুল অর্থ উপার্জন করছে—যা সন্ত্রাসবাদে ব্যবহৃত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইরান হিজবুল্লাহ, হামাস, হুথি বিদ্রোহীদের অর্থায়ন করছে,মধ্যপ্রাচ্যে সংঘর্ষ ও অস্থিতিশীলতা উসকে দিচ্ছে,এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

নিষেধাজ্ঞাগুলো Executive Order 13846 অনুযায়ী আরোপ করা হয়েছে। এই আদেশ অনুযায়ী, কেউ যদি ইরানের জ্বালানি খাতে বিনিয়োগ করে বা রপ্তানি পণ্য কেনে, তাহলে তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ সম্ভব।

এই তালিকায় ভারত ছাড়াও চীন, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও ভিয়েতনামের কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে।

এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই নিষেধাজ্ঞা ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ইরান থেকে তেল আমদানি বন্ধ করেছিল। কিন্তু বেসরকারি বা তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে বাণিজ্য চলমান রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে