ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

নাহিদ ইসলামের ভিন্নমত, সাদিক কায়েমের পরিচয় নিয়ে বিতর্ক

২০২৫ জুলাই ৩১ ১৩:৩০:০০
নাহিদ ইসলামের ভিন্নমত, সাদিক কায়েমের পরিচয় নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক কায়েম জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় সংবাদ সম্মেলনে তাকে বসানো হয়েছিল বলেও তিনি জানান।

নাহিদ ইসলাম আরো জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার গঠনের প্রস্তাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটি গ্রহণ করেননি বলে দাবি করেন তিনি।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়ে নাহিদ ইসলাম বলেন,“৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করি। ওই ব্রিফিংয়ের পর জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয়, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারেক রহমান সেই প্রস্তাবে সম্মত হননি।”

তিনি বলেন, “তারেক রহমান নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের পরামর্শ দেন। আমরা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার ভূমিকায় দেখতে চাই।”

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ‘ছাত্রশক্তি’ গঠন প্রক্রিয়ায় ইসলামী ছাত্রশিবিরের সরাসরি কোনো অংশগ্রহণ ছিল না। সম্প্রতি সাদিক কায়েম এক টক শোতে বলেছেন, ‘ছাত্রশক্তির গঠনপ্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল এবং শিবিরের নির্দেশনায় কাজ করতাম’, যা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, “ছাত্রশক্তি গঠনে ‘গুরুবার আড্ডা’ পাঠচক্রের কিছু সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের পদত্যাগকারী কিছু অংশ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডি সার্কেল মিলে কাজ করেছে। আমরা দীর্ঘ আট বছর ক্যাম্পাস রাজনীতিতে যুক্ত থাকার কারণে সব সংগঠন ও নেতৃত্বকে চিনতাম এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিল। তবে শিবিরের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক থাকা মানে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল না।”

নাহিদ ইসলাম আরো জানান, “সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু ৫ আগস্ট থেকে তিনি নিজেকে সেই পরিচয় ব্যবহার করছেন। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অভ্যুত্থান এককভাবে শিবিরের ছিল না এবং শিবিরের নির্দেশনা ছিল না।”

তিনি বলেন, “আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিয়েছি। যারা ক্ষমতার ভাগাভাগি বা গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চায়, সে বিষয়ে ভবিষ্যতে বলব।”

অবশেষে, নাহিদ ইসলাম অভিযোগ করেন, “৫ আগস্টের পর একটি পক্ষ তাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব গড়ার জন্য সাদিক কায়েমদের ব্যবহার করছে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে