ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

যেভাবে ধরা খেলেন আওয়ামী লীগ নেতা মনির

২০২৫ জুলাই ৩১ ১১:৩০:০২
যেভাবে ধরা খেলেন আওয়ামী লীগ নেতা মনির

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের কচুয়া উপজেলায় সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় কান্দিরপার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর মনির হোসেন আত্মগোপনে চলে যান। তিনি ২০২২ সালে বিএনপির আয়োজিত বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই তাকে ধরতে অভিযান চালানো হচ্ছিল। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আজিজুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) মনির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে