ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

২০২৫ জুলাই ৩১ ১০:২৫:২৯
আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই–ডিসেম্বর) মেয়াদের জন্য আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতির ঘোষণা দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, ২৯ জুলাই জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবাদ সম্মেলনে ড. আহসান এইচ মনসুর চলমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক গতি পুনরুদ্ধারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং তার ফলাফল তুলে ধরবেন।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর বলেছিলেন, “২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির জন্য উপযুক্ত নয়। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে জুনের পর নীতিগত সুদের হার কমানোর চিন্তাভাবনা করা যেতে পারে।”

গত সরকার ও অন্তর্বর্তীকালীন আমলে উচ্চ মূল্যস্ফীতি ঠেকাতে একাধিক ধাপে নীতিগত সুদের হার বৃদ্ধি করে বাংলাদেশ ব্যাংক। শেষবার ২০২৩ সালের ২৭ অক্টোবর নীতি সুদহার নির্ধারণ করা হয় ১০ শতাংশে, যা এখনও বলবৎ রয়েছে। এর ফলে ব্যাংক ঋণের সুদহার অনেক ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ফলে ব্যবসায়িক বিনিয়োগে এক ধরনের স্থবিরতা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের এ সংকোচনমুখী মুদ্রানীতি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে বিনিয়োগ অনাগ্রহ সৃষ্টি করেছে, যার প্রভাব অর্থনীতির সামগ্রিক গতিতে পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, “চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কিছুটা সংকোচনমুখী নীতি অব্যাহত থাকবে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগবান্ধব একটি রূপরেখা তৈরির দিকেই এগোচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।”

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে