ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যুদ্ধ শেষে আবারো গর্জে উঠলেন খামেনি

২০২৫ জুন ২৬ ১৮:৪০:১৭
যুদ্ধ শেষে আবারো গর্জে উঠলেন খামেনি

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জাতির উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বৃহস্পতিবারের ওই ভাষণে তিনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করেছে এবং এর জবাবে ইরান তাদের "মুখে কঠিন থাপ্পড়" দিয়েছে।

খামেনি বলেন,“যুক্তরাষ্ট্র মনে করেছিল, তারা হস্তক্ষেপ না করলে ইহুদিবাদী শাসন (ইসরায়েল) ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইসলামি প্রজাতন্ত্র ইরান বিজয়ী হয়েছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে।”

তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় বলেছিলেন— "ইরানকে আত্মসমর্পণ করতেই হবে।"

এর জবাবে খামেনি বলেন,“আমরা কখনোই আত্মসমর্পণ করব না। আমাদের জাতি শক্তিশালী এবং আত্মমর্যাদাশীল। আমেরিকা আমাদের আত্মসমর্পণ দেখতে চেয়েছিল, কিন্তু আমরা তাদের চোখে চোখ রেখে দাঁড়িয়েছি।”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,“যদি কেউ ইরানের বিরুদ্ধে আবার আগ্রাসনের চেষ্টা করে, তাহলে তাকে চড়া মূল্য দিতে হবে। ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে।”

খামেনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে তাদের ‘প্রাণকেন্দ্রগুলোতে’ আঘাত হেনেছে। এ সময় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও সংহত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে