ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

শোকের ছায়া! তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ০৯:৪১:২৮
শোকের ছায়া! তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইউটিউব এবং টেলিভিশনের জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সহকর্মী অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্ব তার ফেসবুকে ভেরিফায়েড পেজে পোস্ট করে জানান, "অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। সবাই সানীর জন্য দোয়া করবেন।"

অভিনেতার মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই দুঃখজনক সংবাদটি শোবিজের অনেকেই জানালেও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।

শাহবাজ সানী শোবিজে তার যাত্রা শুরু করেন ইমরাউল রাফাতের পরিচালনায় "কাছে আশার পর" নাটক দিয়ে। প্রথমদিকে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও, তার দক্ষতা ও প্রতিভার জন্য তিনি প্রধান চরিত্রেও অভিনয় শুরু করেন। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় "আব্দুল্লাহ" নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

তার অভিনীত জনপ্রিয় নাটকগুলির মধ্যে রয়েছে “চরের মাস্টার”, “বিফলে মূল্য ফেরত”, “ট্রাভেল শো”, “মহব্বত” ইত্যাদি। শাহবাজ সানীর মৃত্যু শোবিজ অঙ্গনে এক বিশাল শোকের ছায়া ফেলেছে এবং তার প্রস্থানে অনেকে শোকাহত হয়েছেন।

তিনি ছিলেন একটি প্রতিশ্রুতিশীল প্রতিভা এবং তার অকাল মৃত্যুতে শোবিজ মহলে গভীর শোক বিরাজ করছে।

আলম/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে