ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

২০২৬ জানুয়ারি ০৮ ০৯:০৫:৫৭
‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এসব আসনে বিএনপির ছয় প্রার্থীর মধ্যে তিনজন নিজস্ব অর্থে নির্বাচন করবেন, আর বাকি তিনজন নির্ভর করছেন ধার ও দানের টাকার ওপর। অন্যদিকে জামায়াতে ইসলামীর ছয় প্রার্থীর মধ্যে পাঁচজনই নির্বাচনী ব্যয় নির্বাহ করবেন ধারকর্জ ও দানের অর্থে।

প্রার্থীদের হলফনামায় দেওয়া নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য অর্থপ্রাপ্তির উৎস বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর)

বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের মোট সম্পদ ২ কোটি ৬৮ লাখ ২৭ হাজার টাকা। তিনি নিজস্ব আয় থেকে নির্বাচনে ২৫ লাখ টাকা ব্যয় করবেন।জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের সম্পদ ৩৬ লাখ ৩২ হাজার টাকা। তিনি নির্বাচনী ব্যয় হিসেবে ৩৭ লাখ টাকা দেখিয়েছেন। এর মধ্যে নিজের ৫ লাখ, ভাইয়ের কাছ থেকে ধার ৫ লাখ, আত্মীয়স্বজনের দান ১৫ লাখ এবং অন্যান্য ছয়জনের কাছ থেকে দান ১২ লাখ টাকা।

রাজশাহী-২ (সদর)

বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর সম্পদ ৯৬ লাখ ৬২ হাজার টাকা। তিনি নিজের টাকা থেকে ১০ লাখ এবং আত্মীয়স্বজনের দান হিসেবে ১৫ লাখ টাকা ব্যয় করবেন।জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের মোট সম্পদ ২ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা। তিনি নিজের ১০ লাখ এবং দানের ১৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন।

রাজশাহী-৩ (পবা–মোহনপুর)

বিএনপির প্রার্থী শফিকুল হক মিলনের সম্পদ ১ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার টাকা। তিনি ভোটে ব্যয় করবেন ৪০ লাখ টাকা—এর মধ্যে নিজের ৩০ লাখ, ধার ৫ লাখ এবং দান ৫ লাখ।জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদের সম্পদ ৪১ লাখ ৭৪ হাজার টাকা। তিনি ভোটে ২৫ লাখ টাকা ব্যয় করবেন, যার মধ্যে নিজের ১০ লাখ এবং বাকিটা দান।

রাজশাহী-৪ (বাগমারা)

বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমানের সম্পদ ৯০ লাখ ৯৫ হাজার টাকা। তিনি নির্বাচনী ব্যয় হিসেবে ৩১ লাখ ৯৯ হাজার টাকা দেখিয়েছেন—নিজের ১২ লাখ এবং বাকিটা দান।জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর সম্পদ ১ কোটি ৮০ লাখ ৯ হাজার টাকা। তিনি ভোটে ২৫ লাখ টাকা ব্যয় করবেন, যা সম্পূর্ণ নিজের অর্থ।

রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর)

বিএনপির প্রার্থী নজরুল ইসলামের সম্পদ প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। তিনি নিজের অর্থ থেকেই ৩৫ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন।জামায়াতের প্রার্থী মনজুর রহমানের সম্পদ ৫৫ লাখ ২৮ হাজার টাকা। তিনি ভোটে ব্যয় করবেন ২২ লাখ টাকা—এর মধ্যে নিজের ৫ লাখ, ধার ১০ লাখ এবং দান ৭ লাখ।

রাজশাহী-৬ (বাঘা–চারঘাট)

বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের সম্পদ ৩২ লাখ ৫৫ হাজার টাকা। তিনি ভোটে ২১ লাখ টাকা ব্যয় করতে চান—নিজের ৪ লাখ, ধার ৮ লাখ এবং তিনজনের কাছ থেকে দান ৯ লাখ টাকা।জামায়াতের প্রার্থী নাজমুল হকের সম্পদ ২৯ লাখ ৯৬ হাজার টাকা। তিনি ভোটে ২৫ লাখ টাকা ব্যয় করবেন—নিজের ৫ লাখ, ধার ৬ লাখ এবং আত্মীয়স্বজনের কাছ থেকে দান ১৪ লাখ টাকা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, “বাস্তবে প্রার্থীদের নির্বাচনী ব্যয় এত হওয়ার কথা নয়। কিন্তু পদ্ধতিগত ত্রুটির কারণে এখন ৪০ লাখ টাকা পর্যন্ত ব্যয় দেখানোর সুযোগ রয়েছে। বাস্তবে কেউ কেউ এর চেয়েও বেশি খরচ করেন, যা নির্বাচনী মাঠে প্রভাব ফেলে এবং দুর্বল প্রার্থীরা পিছিয়ে পড়েন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে