ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

সাধারণ বিমায় বড় ধাক্কা: ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত

২০২৬ জানুয়ারি ০৭ ১৯:৩৩:৫৯
সাধারণ বিমায় বড় ধাক্কা: ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ বিমা খাতে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সিদ্ধান্ত অনুযায়ী, সব নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যক্তি এজেন্ট লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে দেশে কার্যরত ৪৬টি সাধারণ বিমা কোম্পানি এখন থেকে আর ব্যক্তি এজেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনা বা কমিশন প্রদান করতে পারবে না।

বুধবার আইডিআরএর পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিমা খাতে চলমান নানা জটিলতা ও ব্যবসায়িক সমস্যার সমাধানের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইডিআরএর উপসচিব ও পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত নির্দেশনার মাধ্যমে দেশের সব সাধারণ বিমা কোম্পানির নন-লাইফ ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানানো হয়।

আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা খাতে ব্যক্তি এজেন্টের মাধ্যমে কোনো ধরনের বিমা ব্যবসা পরিচালনার সুযোগ থাকছে না। ফলে ব্যক্তি এজেন্ট কমিশন কিংবা কমিশনের নামে কোনো আর্থিক সুবিধা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নির্দেশনায় সতর্ক করে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অমান্য করলে তা বিমা আইন ২০১০-এর ৫৮ (১) ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে