ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভোট গণনায় বিস্ফোরণ: শিবিরের শীর্ষ প্রার্থীরা পেলেন ০ ভোট!

২০২৬ জানুয়ারি ০৭ ১৮:১৭:২৬
ভোট গণনায় বিস্ফোরণ: শিবিরের শীর্ষ প্রার্থীরা পেলেন ০ ভোট!

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। এ পর্যন্ত ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলের মধ্যে একটি কেন্দ্রে শিবির সমর্থিত জিএস ও এজিএস প্রার্থী কোনো ভোট পাননি।

বুধবার (৭ জানুয়ারি) বোটানি বিভাগ, চারুকলা অনুষদ, মলিকুলার অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগ, দর্শন বিভাগ, মাইক্রোবায়োলজি ও ফিন্যান্স বিভাগ, সিএসই বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, ফার্মেসি ও সংগীত বিভাগসহ একাধিক বিভাগের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সংগীত বিভাগে ভিপি পদে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি ও ছাত্রদল-সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। একই কেন্দ্রে শিবির সভাপতি ও শিবির-সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট। তবে ওই কেন্দ্রে শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানা কোনো ভোটই পাননি। অন্যদিকে এজিএস পদে ছাত্রদল-সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট।

এদিকে, এখন পর্যন্ত প্রকাশিত ২০টি কেন্দ্রের সম্মিলিত ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩১৬ ভোট এবং ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৪০৪ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৪৮৭ ভোট, আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ১০৪ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ২ হাজার ২৩৪ ভোট এবং ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৪১ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখনও বাকি রয়েছে ১৯টি কেন্দ্রের ভোট গণনা। সব কেন্দ্রের ফলাফল প্রকাশের পর চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে