ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

জকসু নির্বাচনে ফলাফল ঘোষণা, ছাত্রশিবিরের জয়জয়কার

২০২৬ জানুয়ারি ০৮ ০০:০৫:০৮
জকসু নির্বাচনে ফলাফল ঘোষণা, ছাত্রশিবিরের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী। ঘোষিত ফলে দেখা যায়, ভিপি, জিএস এবং এজিএস—এই তিনটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদেই অদম্য জবিয়ান ঐক্য প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব। রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৮০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রিয়াজুল।

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ের ব্যবধান ছিল আরও বিশাল। শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার বিপরীতে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। আরিফ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৬৭ ভোট বেশি পেয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও আধিপত্য বজায় রেখেছে ‘অদম্য জবিয়ান ঐক্য’। এই পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বি এম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। অর্থাৎ ১ হাজার ১৩৪ ভোটের ব্যবধানে মাসুদ রানা এজিএস পদে নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এই জয়কে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের রাজনৈতিক পটপরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে