ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

কাতারে অবৈধ প্রবাসীদের জন্য বড় সুখবর

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১২:৪০:৩৬
কাতারে অবৈধ প্রবাসীদের জন্য বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক : কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য নতুন সুযোগ ঘোষণা করেছে কাতার সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, যারা ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবৈধভাবে অবস্থান করছেন, তাদের জন্য সাধারণ ক্ষমা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে, অবৈধ অভিবাসীরা কোনো ধরনের জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন। এই সুযোগ আজ, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে তিন মাস পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ে তারা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফিরে যেতে পারবেন।

অভিবাসন সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) 'সার্চ অ্যান্ড ফলো-আপ ডিপার্টমেন্ট' এ গিয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন।

সাহিদুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে