ঢাকা, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল ইস্টার্ন ব্যাংক

২০২৫ ডিসেম্বর ১৭ ২৩:১৫:১৩
৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন পেল ইস্টার্ন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর ব্যাংকটি সাত বছর মেয়াদি একটি বন্ড ইস্যুর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহ করতে যাচ্ছে। এই বন্ডের অর্থ ব্যবহার করা হবে ব্যাংকের টিয়ার-টু ক্যাপিটাল শক্তিশালীকরণে, যা ব্যাংকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ বুধবার অনুষ্ঠিত বিএসইসির ৯৮৮তম কমিশন সভায় বন্ড ইস্যুর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয় বলে কমিশন সূত্রে জানা গেছে।

এই বন্ডটি নন-কনভার্টিবল ও আনসিকিউরড প্রকৃতির। এটি ফ্লোটিং রেটভিত্তিক, সম্পূর্ণ রিডিমেবল কুপনযুক্ত সাব-অর্ডিনেটেড বন্ড হিসেবে ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার নির্ধারণ করা হয়েছে রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ যোগ করে। মেয়াদ হবে সাত বছর।

প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে এই বন্ড করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক, বীমা কোম্পানি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে অফার করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।

এই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স। অন্যদিকে, বন্ড ইস্যুর অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ বোর্ডে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে