ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য দুঃসংবাদ

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১১:১১:০২
বাংলাদেশসহ ১৪ দেশের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : হজ এবং ওমরাহ পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে সৌদি আরব তাদের ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটি। এখন থেকে এসব দেশের নাগরিকদের শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে।

এটি কার্যকর হয়েছে চলতি মাসের প্রথম দিন থেকে। উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, আলজেরিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন।

এই নতুন নিয়ম অনুযায়ী, সৌদি আরব এখন থেকে পর্যটন, ব্যবসা এবং পারিবারিক সফরের জন্য সর্বোচ্চ ৩০ দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা ইস্যু করবে। তবে হজ, ওমরাহ, কূটনৈতিক এবং রেসিডেন্সি ভিসার নিয়মে কোনো পরিবর্তন আসেনি।

সৌদি কর্তৃপক্ষ জানায়, গত এক বছর ধরে দেয়া মাল্টিপল এন্ট্রি ভিসা অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে, এবং কিছু ভ্রমণকারী অনুমতি ছাড়া হজ করতে এসে অতিরিক্ত ভিড় সৃষ্টি করেছেন, যেহেতু অনুমতি ছাড়া কেউ কেউ অবৈধভাবে সেখানে অবস্থান করেছেন। তবে কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে সাময়িক বললেও, পুনরায় মাল্টিপল ভিসা চালু করার তারিখ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি।

আরএইচ/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে