ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

তামিম-হেলস বিতণ্ডা: শাস্তি পেলেন বরিশাল অধিনায়ক

২০২৫ জানুয়ারি ১০ ১৭:০৭:১১
তামিম-হেলস বিতণ্ডা: শাস্তি পেলেন বরিশাল অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক: ৯ জানুয়ারি সিলেটে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে ম্যাচের শেষে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, যেখানে তামিম ইকবাল এবং অ্যালেক্স হেলসের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাতে গেলে হেলস তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেন। তামিম সেটি ভালোভাবে নেননি এবং হেলসকে সরাসরি মন্তব্য করে বলেন, "এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।"

এই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তামিম মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান, তবে রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম তামিমকে শান্ত করেন। বাকি স্টাফরাও তাদের শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার পর হেলস টিভি সাক্ষাৎকারে বলেন, “আমি তাকে কিছুই বলিনি। তবে সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যা খুবই লজ্জার ব্যাপার।”

এ ঘটনার পর, ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল জানিয়েছেন যে, তামিম ইকবালকে মৌখিক সতর্ক করা হয়েছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। তবে তামিম অভিযোগ স্বীকার করায় কোনও শুনানি হয়নি।

এদিকে, বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল এবং দলের অন্যান্য সদস্যরা ঘটনাটি নিয়ে বিশেষ মন্তব্য করতে চাননি, তবে তামিমের উত্তেজনা ছিল তা নিশ্চিত করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে