ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পাঁচ ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না শাকিব খানের ঢাকা

২০২৫ জানুয়ারি ০৯ ২২:৩৫:২৯
পাঁচ ম্যাচেও জয়ের মুখ দেখতে পেল না শাকিব খানের ঢাকা

ক্রীড়া প্রতিবেদক: নন্দিত তারকা শাকিব খানে দল ঢাকা ক্যাপিটালস। কোনভাবেই অবস্থার উন্নতি হচ্ছে না। ভেন্যু বদল ও একাদশে পরিবর্তন করেও হারের হাত থেকে রেহাই মিলছে না আলোচিত দলটির।

গতকাল বুধবার চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়েছে দলটি। যা চলতি বিপিএলে খালেদ মাহমুদ সুজনের দলের জন্য পঞ্চম হার।

এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ঢাকা ক্যাপিটালস ১৭৭ রান সংগ্রহ করে।

তবে চট্টগ্রাম কিংস ৩ বল হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচটি জয় করে নেয়। এটি কিংসের জন্য তিন ম্যাচে দ্বিতীয় জয়।

রান তাড়ায় চট্টগ্রাম কিংসের উসমান খান ও পারভেজ হাসান ইমনের মধ্যে ৫৫ রানের একটি জুটি হয়।

ইমনের (১৭) আউট হওয়ার পরও গ্রাহাম ক্লার্কের সঙ্গে উসমান একটি নতুন ফিফটি জুটি গড়েন। উসমান ৩৩ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৫৫ রান করে সাজঘরে ফেরেন।

মোস্তাফিজকে প্রথম শিকার হওয়ার আগে তিনি দলের ১০৬ রানে ফিরে যান। গ্রাহাম ক্লার্কও ৩৯ রান করেন এবং ম্যাচের শেষ অংশে অধিনায়ক মিঠুন ২২ বলে ৩৩* এবং শামীম হোসেন পাটোয়ারী ১৪ বলে ৩০ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে, ঢাকা ক্যাপিটালস ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষ করে ৫ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। তাদের ইনিংসে কেবল সাব্বির রহমানের বিধ্বংসী ব্যাটিং ছিল বিশেষ উল্লেখযোগ্য।

সাব্বির মাত্র ৩৩ বলে ৮২ রান করেন, যাতে ৩টি চার ও ৯টি ছক্কা ছিল। সাব্বিরের এই ইনিংসের স্ট্রাইকরেট ছিল ২৪৮.৪৮, এবং বিপিএলে এক ইনিংসে তার ৯টি ছক্কা সবচেয়ে বেশি।

তামিমের সঙ্গে তানজিদ হাসানও ভালো পারফরম্যান্স করেন। তিনি ৪৮ বলে ৫৪ রান করেন কিন্তু সাব্বিরই দলের দিকে থেকে ছিলেন অপরাজিত।

বল হাতে খালেদ আহমেদ দলের সবচেয়ে সফল বোলার, তিনি ২১ রানে ৩ উইকেট নেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে