ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

পাকিস্তানি সুপার লিগের ড্রাফটে সাকিবসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

২০২৫ জানুয়ারি ০৫ ২২:০৩:৪৮
পাকিস্তানি সুপার লিগের ড্রাফটে সাকিবসহ বাংলাদেশের ৮ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক: সাকিব আল হাসান দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ না পেলেও পাকিস্তানের টি-টোয়েন্টি লিগে (পিএসএল) অংশ নিতে চান।

পাকিস্তান সুপার লিগের এবারের প্লেয়ার্স ড্রাফটে বাংলাদেশের ৮ জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন আইপিএলের ড্রাফটে ছিলেন।

সাকিব ছাড়া এই ড্রাফটে নাম আছে মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান এবং তাওহিদ হৃদয়ের। তারা দুই শীর্ষ ক্যাটাগরি প্লাটিনাম এবং ডায়মন্ডে স্থান পেয়েছেন।

ড্রাফটে আরও অনেক আন্তর্জাতিক তারকা ক্রিকেটারের নাম রয়েছে, যেমন ডেভিড ওয়ার্নার, ফিন অ্যালেন, টিম সাউদি, এভিন লুইস এবং মোহাম্মদ নবী।

পিএসএলের ড্রাফট আগামী ১১ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানের গাওয়াদারে অনুষ্ঠিত হবে, যেখানে নিবন্ধন করেছেন ১৯ দেশের ৫১০ জন ক্রিকেটার। সাধারণত ফেব্রুয়ারিতে পিএসএলের আসর শুরু হয়, তবে এই বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ায়, পিএসএল হয়তো এপ্রিলের প্রথম দিকে অনুষ্ঠিত হবে।

মিজান/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে