ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

পিএসসির ৩ সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি

২০২৫ জানুয়ারি ১০ ০৭:২৭:০৭
পিএসসির ৩ সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) তিন সদস্যের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয় যে, পিএসসিতে নিয়োগের জন্য যে নাম বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, তা দেখে জনগণ বিস্মিত হয়েছে। তারা দাবি করেন, সম্প্রতি সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি পাওয়ার পর জনগণের প্রত্যাশা ছিল সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক লোকদের পিএসসিতে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদের সহযোগীদের গুরুত্বপূর্ণ পদে বসানোর উদ্যোগ জনগণকে হতাশ করেছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, প্রস্তাবিত তিনজনের একজন সরাসরি একটি পতিত স্বৈরাচারের সুবিধাভোগী, অপরজন নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত, এবংঅন্যান্য একজন শহিদ মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন। এসব ব্যক্তি পিএসসির সদস্য হলে শহিদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি এসব ব্যক্তির নাম অন্তর্ভুক্ত না করার আহ্বান জানানো হয়।

এছাড়াও, জাতীয় প্রেস ক্লাবে একটি সংগঠনের আয়োজিত আলোচনা সভায় নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানান জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর আধিপত্যবাদী শক্তি ও তাদের সহযোগীদের ইসলামি ব্যক্তিত্ব এবং ইসলামী দলের বিরুদ্ধে যে দুর্বল বক্তব্য এসেছে, তা জাতীয় প্রেস ক্লাবে নেতাদের বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে