ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগসূত্র ছিল শেখ হাসিনার

২০২৫ জানুয়ারি ০৯ ২১:৪৮:২৭
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগসূত্র ছিল শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু সদস্য সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন্

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ উল্লেখ করেছে, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং শেখ হাসিনার সঙ্গে লেবার পার্টির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিতর্কও উঠে এসেছে।

পত্রিকাটির গত ০৮ জানুয়ারির সংখ্যায় বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দলের সদস্যরা কিয়ার স্টারমারকে পার্লামেন্ট নির্বাচনে সহায়তা করার জন্য সক্রিয় ছিলেন। বাংলাদেশের আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা এই প্রচারনায় অংশ নিয়েছিলেন এবং কিয়ার স্টারমারের জন্য তহবিল সংগ্রহে আয়োজিত নৈশভোজেও অংশ নিয়েছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত বছর ক্ষমতা হারান। তার শাসনামলে বিরোধীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এসেছে, যার মধ্যে রয়েছে আক্রমণ, গ্রেফতার এবং গুম। যদিও আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা এখনো সক্রিয়, অতীতে তারা টিউলিপ সিদ্দিকের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছে।

টেলিগ্রাফ বলেছে, ২০১৯ সালের সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগের প্রধান সংগঠক আব্দুল আহাদ চৌধুরীসহ অন্যান্য সদস্যরা কিয়ার স্টারমারের হোলবর্ন এবং সেন্ট প্যানক্রাস এলাকায় প্রচারণায় যুক্ত ছিলেন। তারা লেবার পার্টির লিফলেট বিতরণ ও স্টারমারের নামসংবলিত প্ল্যাকার্ড বহন করেছিলেন। একই দিনে তারা টিউলিপ সিদ্দিকের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেন।

এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, কিয়ার স্টারমার অতীতে বাংলাদেশ সফর করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২০১৬ সালে করেছিলেন তার প্রথম সফর এবং পরবর্তীতে ২০২২ সালে আবারও সাক্ষাৎ করে। এই সম্পর্কের কারণে স্টারমার এখন তদন্তের মুখোমুখি হচ্ছেন।

এছাড়া, টিউলিপ সিদ্দিকের সাথে আওয়ামী লীগের সংযোগ ও সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে যেহেতু তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার এবং দুর্নীতি রোধের দায়িত্বে রয়েছেন।

অবশ্য টিউলিপের পাশে দাঁড়িয়ে কিয়ার স্টারমার বিষয়টি নিয়ে তার দীর্ঘ সম্পর্কের ভিত্তিতে সান্ত্বনা প্রদান করছেন।

যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু সদস্য সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ।

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লেবার পার্টির ঘনিষ্ঠ সম্পর্কে বিষয়টিও সামনে আনলো পত্রিকাটি।

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে