ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

আমরা অনেক ভুল করেছি, তার জন্য ক্ষমাপ্রার্থী: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

২০২৫ জানুয়ারি ০৯ ১৯:২৫:৩৬
আমরা অনেক ভুল করেছি, তার জন্য ক্ষমাপ্রার্থী: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ঘোষণা দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চের আগেই বাংলাদেশে ফিরবেন। বুধবার গভীর রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। যদিও তিনি কীভাবে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ভিডিও বার্তায় তিনি বলেন, “এ দেশ আমাদের অহংকার, আমরা জঙ্গিবাদী রাষ্ট্র হতে চাই না।” তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আরও বলেন, “আগামী এক মাসের মধ্যে রাজনৈতিক অঙ্গনে অনেক পরিবর্তন আসবে।”

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ধৈর্য ধরুন, আগামী মার্চের আগেই নেত্রী দেশে ফিরবেন।” এছাড়া, জনগণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানিয়ে নাদেল বলেন, “আমরা অনেক ভুল করেছি, তার জন্য ক্ষমাপ্রার্থী, তবে দেশ পরিচালনায় আমাদের অবদান অস্বীকার করার উপায় নেই।”

এছাড়া, দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, “অনেকেই বিপদে রয়েছেন, তাদের খবর আমরা ঠিকমতো নিতে পারিনি।”

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে