ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

ওসি শাহ আলমকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারি

২০২৫ জানুয়ারি ১০ ১৫:৪৫:৪৫
ওসি শাহ আলমকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। পাশাপাশি, তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে থানা থেকে পালিয়ে যান শাহ আলম। এই ঘটনার প্রেক্ষিতে থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে কৌশলে পালিয়ে যান শাহ আলম। এ কারণে উত্তরা পূর্ব থানার এএসআই মো. সাজ্জাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

থানার হেফাজত থেকে পালানোর ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

মো. শাহ আলম (৪২) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে বদলি তাকে বদলী করা হয়। তারপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে