ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

সংস্কার কাজের জন্য ডিএসইর ওয়েবসাইট বন্ধ

২০২৫ জানুয়ারি ১০ ০০:২০:২১
সংস্কার কাজের জন্য ডিএসইর ওয়েবসাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটের সংস্কার কাজের কারণে সাময়িকভাবে বন্ধ রেখেছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে সাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। ব্যবহারকারীরা যখন ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করছেন, তখন তাদের জন্য একটি বার্তা প্রদর্শিত হচ্ছে, যা বলছে, ‘ওয়েবসাইট মেইন্টেনেন্সে রয়েছে, আমরা শীঘ্রই ফিরে আসব। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।’

ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান এ বিষয়ে অর্থসূচককে জানান, "সংস্কার কাজের জন্য সাময়িকভাবে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। আগামী দুই দিন সাপ্তাহিক বন্ধের কারণে ডিএসইতে কোনো লেনদেন হবে না। তাই লেনদেন শেষ হওয়ার পর থেকেই সফটওয়্যার সমস্যাগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং ওয়েবসাইটের উন্নয়ন কাজ চলছে। কাজ শেষ হলে যথাসময়ে ওয়েবসাইটে পুনরায় প্রবেশ করা যাবে।"

এদিকে, শেয়ারবাজারে লেনদেনের ব্যবহৃত সফটওয়্যারে সাম্প্রতিক সময়ে কারিগরি ত্রুটির কারণে ৫ জানুয়ারি ডিএসইর লেনদেন নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয়েছিল। প্রত্যাশিত সকাল ১০টার পরিবর্তে এই লেনদেন বেলা সাড়ে ১১টা সময়ে শুরু হয়, কারণ সফটওয়্যার সংশ্লিষ্ট জটিলতা সমাধান করতে হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে