ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ

২০২৫ জানুয়ারি ০৫ ২০:৪৪:১৯
‘জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের তিন কর্মদিবসের মধ্যে আজ দ্বিতীয় দিনের মতো পতন হয়েছে। এদিন পতনের গভীরতা আরও বড় হয়েছে। আগেরদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছিল সাড়ে ১৮ পয়েন্ট। আর আজ পতন হয়েছে সাড়ে ৩৪ পয়েন্ট।

এমন পতনের মধ্যেও ‘জেড’ ক্যাটাগরির ৫ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ দেখা গেছে। কোম্পানিগুলো হলো-খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ঢাকা ডাইং, গ্লোবাল হেভি কেমিক্যাল, রেনউইক যজেনশ্বর ও বিডি ওয়েল্ডিং।

কোম্পানিগুলোর মধ্যে এদিন খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লেনদেনের শেষ পর্যন্ত বিক্রেতাশুন্য অবস্থায় ছিল।

অন্য ৪ কোম্পানির শেয়ারও বিক্রেতা শুন্যের কাছাকাছি লেনদেন হয়েছে। তবে শেষ বেলায় ক্লোজিংয়ের কারণে বিক্রেতা শুন্যের নিচে ক্লোজিং প্রাইস নির্ধারণ হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দাম বেড়েছে ১ টাকা বা ৯-.৮০ পয়সা, ঢাকা ডাইংয়ের ১ টাকা বা ৭.৬৯ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১ টাকা ৫০ পয়সা বা ৭.০৪ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ৩৭ টাকা ৫০ পয়সা বা৫.৬৮ শতাংশ ও বিডি ওয়েল্ডিংয়ের ৪০ পয়সা বা ৩.৯৬ শতাংশ।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে