ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ক্রিকেট ও ফুটবলে দুই দুঃসংবাদ

২০২৫ জানুয়ারি ০৫ ১৫:০৩:৩৫
ক্রিকেট ও ফুটবলে দুই দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক: রোববার দুই দুঃসংবাদ দেশের ক্রীড়াঙ্গনেরবাতাস ভারি করে তুলেছে। সাবেক ফুটবলার আকরাম হোসেন এবং তরুণ ক্রিকেটার মহিন হোসেন না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাদের মৃত্যুতে পুরো ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আকরাম হোসেন জাতীয় ফুটবল দলে সুযোগ পাননি, তবে তিনি বাংলাদেশের জুনিয়র ফুটবল দলে খেলেছেন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিও পরেছিলেন। মাত্র ৪০ বছর বয়সে ঝিনাইদাহে আকস্মিকভাবে তার মৃত্যু ঘটেছে। তার সতীর্থদের সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে আকরাম ইন্তেকাল করেছেন।

অন্যদিকে, মহিনের বয়স খুব বেশি হয়নি। বয়সভিত্তিক ক্রিকেটে তার পদচারণা ছিল চমকপ্রদ। মাত্র ১৭ বছর বয়সে পাইপলাইনে থাকা তরুণ বাঁহাতি স্পিনার মহিন হোসেন শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্টের একজন প্রতিভাবান খেলোয়াড় ছিলেন এবং ঢাকা বিভাগ দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছেন।

আকরামের ফুটবলের হাতেখড়ি হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিকেএসপি থেকে উচ্চ মাধ্যমিকের পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হন।

প্রত্নতত্ত্ব বিভাগের হয়ে তিনি ফুটবলার হিসেবে সুনাম অর্জন করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাচভিত্তিক শিক্ষা সমাপনী উৎসবে আকরাম তার ব্যাচের মধ্যে 'রাজা' হিসেবে স্বীকৃত হন। আকরামের মৃত্যুতে ক্রীড়াঙ্গনের পাশাপাশি তার বিশ্ববিদ্যালয় পরিবারও গভীর শোকের মধ্যে রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে