ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

শাহবাগ ব্লকেডে উত্তেজনা, অন্তর্বর্তী সরকারকে ২ ঘণ্টার আল্টিমেটাম

২০২৫ জানুয়ারি ০৯ ১৮:৪৪:১৭
শাহবাগ ব্লকেডে উত্তেজনা, অন্তর্বর্তী সরকারকে ২ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার "নিরপরাধ জওয়ানদের" মুক্তি ও পুনঃতদন্তসহ তিনটি দাবি নিয়ে আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা শাহবাগে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন। তারা সরকারের পক্ষ থেকে দুই ঘণ্টার মধ্যে ঘোষণা না আসলে অবস্থা আরো কঠিন হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে আন্দোলনকারীরা শাহবাগে যান। সেখানে তারা পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ ব্লক করে যান চলাচল বন্ধ করে দেন। শাহবাগে অবস্থান নিয়ে তারা জানান, সরকারের পক্ষ থেকে তাদের দাবি মেনে না নিলে অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

এর আগে শহীদ মিনারে সংবাদ সম্মেলনে বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছেন। তারা জানিয়েছেন, বিডিআর হত্যাকাণ্ড একটি চক্রান্ত এবং তাদের কাছে এটি প্রহসন ছাড়া আর কিছু নয়। তাদের দাবি, মিথ্যা মামলায় আটক সকল কারাবন্দির মুক্তি এবং এই ঘটনার পুনঃতদন্ত করা হোক।

আন্দোলনকারীরা এমন কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে