ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

রাফির ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেন

২০২৫ জানুয়ারি ০৯ ১৭:৩২:৪৯
রাফির ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড যেখানে দাবি করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফির ব্যাংক অ্যাকাউন্টে ৩২ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিকে, এই দাবি নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। তিনি একে ‘গুজব’ এবং ‘অপপ্রচার’ বলে মন্তব্য করেছেন।

হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন, ‘‘এ ধরনের মিথ্যা প্রচারণা জুন মাস থেকেই শুরু হয়েছে। প্রথমে দাবি করা হয়েছিল যে, আমরা নাকি ১০০ কোটি টাকা নিয়ে আন্দোলন শুরু করেছি। আগস্ট মাসে আবার বলা হয়েছিল যে, টাকা নিয়ে পালানোর সময় আমাদের ধরা পড়েছে।’’ তিনি আরো উল্লেখ করেন, ‘‘কিছুদিন আগে খবর ছড়ানো হয়েছিল যে ২০০ কোটি টাকা খেয়েছি। তবে এখন নতুন করে ৩২ কোটি টাকার লেনদেনের গুজব ছড়ানো হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘নামসর্বস্ব একটি নিউজপেপার সূত্রহীনভাবে এসব প্রচার করছে, অথচ আমরা সবাই তা বিশ্বাস করে ফেলছি।’’ হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘‘এই গুজব এবং অপপ্রচার আমাদের জন্য নতুন নয়, হাসিনার পতনও এই ধরনের লড়াইয়ের ফলেই হয়েছে।’’

তিনি তার পোস্টে প্রশ্ন তোলেন, ‘‘তবে যাদের সঙ্গে আপস হয়নি, তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণহীন অভিযোগের মাধ্যমে এমন বিতর্ক তৈরি করার পিছনে কি উদ্দেশ্য রয়েছে?’’

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে