ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

২০২৫ জানুয়ারি ১০ ১৫:২৮:৪৩
দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবার পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করা হয়েছে।

ভাইরাসটি শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।

আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে কেউ তেমন গুরুতর জটিলতার স্বীকার হননি এবং সকলেই চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, প্রতিবছর খেজুরের কাঁচা রস খেয়ে অনেকে নিপা ভাইরাসে আক্রান্ত হন।

তিনি জানান, সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হলে, নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তবে পাঁচজনের শরীর থেকে রিওভাইরাস শনাক্ত হয়েছে।

রিওভাইরাসের সাধারণ লক্ষণসমূহ হলো- শ্বাস-প্রশ্বাসে সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়া।

তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে, ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে