ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের অনিয়ম চিহ্নিত করতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের প্রস্তাব

২০২৫ জানুয়ারি ০৯ ১৯:১০:০২
শেয়ারবাজারের অনিয়ম চিহ্নিত করতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের নেতা সাইফুল ইসলামশেয়ারবাজারে দেড় দশকের অনিয়ম খুঁজে বের করার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, “২০১০ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত শেয়ার বাজারে কোন কোন অনিয়ম ঘটেছে, তার একটি বিস্তারিত হিসাব থাকা উচিত।”

সাইফুল ইসলাম আরো বলেন, ‘‘এটা ডকুমেন্টেড করা দরকার। যে পরিমাণ জালিয়াতি বা দুর্নীতি হয়েছে, তার সব তথ্য উপস্থাপন করা উচিত, যা আগে হয়নি।’’

সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। তিনি দাবি করেন যে, অন্যান্য আর্থিক খাতের মতো শেয়ারবাজারেও একইভাবে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা উচিত। গত দশ বছরে আইপিও বা শেয়ারবাজারের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে বহু কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, কিন্তু তার বেশিরভাগ কোম্পানির অবস্থা বর্তমানে খারাপ।

ডিএসইর শেয়ারধারী পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘‘গত ১০ বছরে যেসব আইপিও এসেছে, তার উপর একটি বিশ্লেষণ করা প্রয়োজন।’’ তিনি আরও বলেন, ‘‘এগুলো পর্যালোচনা করলে বোঝা যাবে, কীভাবে কিছু কোম্পানি দুর্নীতির মাধ্যমে তালিকাভুক্ত হয়েছে এবং তার পরবর্তী অবস্থান কী ছিল।’’

ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘‘অতীতে অনেক অনিয়ম হয়েছে, কিন্তু এখন আমরা এই সমস্যা সমাধানে কাজ করছি।’’ তিনি আরও বলেন, ‘‘এই এক দশকে বাজারে কিছু ক্ষতিকর হস্তক্ষেপ হয়েছে, যা বর্তমানে বন্ধ রয়েছে।’’

ডিএসইর চেয়ারম্যান বলেছেন, ‘‘বর্তমানে শেয়ারবাজারের সুশাসন তলানিতে পৌঁছেছে এবং অনেক অস্থিরতা রয়েছে। তবে, আমরা একেবারে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছি। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে আমাদের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা হবে।’’

এছাড়া, শেয়ারবাজারে সুশাসন নিশ্চিত করতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের নীতিমালা সংশোধন এবং বাজার পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

কেএইচ

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে