সচিবালয়ের রেশ না কাটতে না কাটতেই এবার আদালতে আগুন
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে সংঘটিত অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার আগুন লাগার ঘটনা ঘটেছে রাজধানীর বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে। এই আদালতে ২০০৯ সালে বিডিআর পিলখানায় সংঘটিত বর্বরতম হত্যাকা-ের বিচার চলছিল। ওই ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকা ৮৩৪ বিডিআর জওয়ানের জামিন শুনানির কথা ছিল গতকাল (বৃহস্পতিবার)। বুধবার রাতে আইন মন্ত্রণালয় থেকে এই মর্মে সার্কুলার জারির পরপরই ঘটে অগ্নিকা-। এর ফলে আবারো হোঁচট খেলো বন্দিদের জামিন শুনানি। আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে বন্দিদের মুক্তি লাভ।
ঘটনার পর পুলিশ জানায়, আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেয়া হয়েছে। মাদরাসার বাইরে একটি গাড়ি অবস্থান করলেও প্রধান দুটি ফটক ছিল তালাবদ্ধ। আগুন নেভাতে ফায়ার সার্ভিস তাই কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বৃহস্পতিবার ভোরে অন্ধকারে– এ ঘটনা ঘটে, এমন দাবি করেছে চকবাজার থানা পুলিশ। সচিবালয়ের পরপরই রাতে আদালতে আগুন দেয়ার ঘটনা নাশকতা কি-না এমন প্রশ্নে পুলিশ বলছে, তদন্ত চলছে। এখন কিছুই বলা যাচ্ছে না।
গত কয়েক দিন ধরেই বিডিআর পিলখানা হত্যার ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন কারাবন্দি ৮৩৪ জন বিডিআর জওয়ানের মুক্তি দাবি জানিয়ে আসছেন বন্দিদের স্বজনরা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার বলেছে, দ্রুত শুনানি করে নিরপরাধ বন্দিদের মুক্তির উদ্যোগ নেবে। কিন্তু কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় আন্দোলনে নামেন বন্দিদের স্বজনরা। গত মঙ্গলবার তারা রাজধানীর শাহবাগে অবস্থান ধর্মঘট করেন। বুধবার রাতে তারা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ‘নিরপরাধ বন্দি’দের মুক্তিসহ তিন দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার শাহবাগে অবস্থান নেন। দিনের বেলা রাস্তা অবরোধ করেন।
ওই দিন রাতে আইন মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি করে জানানো হয়, বৃহস্পতিবার সকালে বকশিবাজারস্থ ঢাকা আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতেই হবে বিস্ফোরক মামলায় কারাদ-প্রাপ্তদের জামিন শুনানি। কিন্তু ওই রাতেই রহস্যজনক আগুনে পুড়ে যায় অস্থায়ী আদালত। আগুনে পুরো এজলাস কক্ষ পুড়ে যায়। তবে কীভাবে ওই আগুনের সূত্রপাত ঘটে তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, রাত ৩টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় আন্দোলনকারীদের বাধার মুখে তারা আগুন নেভাতে পারেননি। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, আগুনে আদালতের এজলাস কক্ষটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এজলাস কক্ষের ভেতরে এসিসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আদালতের সবকটি কক্ষের গ্লাস ভাঙচুর করা হয়েছে।
আদালতে আগুন লাগার খবর পেলে সকাল সাড়ে ১০টার দিকে বিচারক এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতিতে এই আদালতে কার্যক্রম চালানো সম্ভব নয় মর্মে-প্রসিকিউশন টিমের পক্ষ থেকে জানানো হয়।
সরকারপক্ষের প্রধান আইনজীবী মো. বোরহান উদ্দিন ও আসামিপক্ষের আইনজীবী পারভেজ হোসেন এজলাস কক্ষ পরিদর্শন শেষে জানান, এজলাস কক্ষ পরিদর্শন শেষে বিচারক বৃহস্পতিবারের মতো আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন। পরবর্তী তারিখ ধার্য করেছেন ১৯ জানুয়ারি।
এর আগে আলিয়া মাদরাসা মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন ছাত্ররা। তারা মাদরাসা মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নেয়ার দাবিতে গতকাল প্রায় ১০ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে পরে তারা অবরোধ তুলে নেন।
এদিকে বুধবার রাতের আগুন ছাত্রদের পক্ষ থেকেই লাগানো হয়েছে কি-না, এমন প্রশ্ন তোলা হয়। কিন্তু এ আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্ররা অভিযোগ অস্বীকার করেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ওমর ফারুক বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই প্রশ্নে আদালত আলিয়া মাদরাসা মাঠ থেকে সরিয়ে নেয়ার দাবি করে আসছিলাম। মাঠ থেকে আদালত সরিয়ে নেয়া হবে– প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে। বিচারক এসে পরিস্থিতি দেখে গেছেন। তিনি বলেছেন, এখানে বিচারকার্য চালানোর মতো অবস্থা নেই।
আবির নামের আরেক শিক্ষার্থী জানান, দীর্ঘদিন থেকেই আমাদের মাঠ ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন দিয়েছি। কিন্তু মাঠ হস্তান্তরে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছিলাম না। আমরা আশা করেছিলাম এই সরকার ছাত্র-জনতার সরকার, আমাদের দাবি খুব দ্রুত মেনে নেবে। কিন্তু তারা আমাদের হতাশ করেছে।
এই শিক্ষার্থী আরো বলেন, আদালতের কক্ষে আগুন লাগার বিষয়ে শিক্ষার্থীরা কিছুই জানে না। রাতে মাঠের গেটে তালা লাগানো ছিল। আমরা অবস্থান করছিলাম সড়কে। এর মধ্যে বুধবার মধ্যরাতে দুজন লোক এসে তালা কেটে দিয়ে দ্রুত চলে যায়।
কায়সার উদ্দিন নামের আরেক মাদরাসা শিক্ষার্থী বলেন, অন্য কোনো মহল থেকে আগুন লাগিয়ে থাকতে পারে। শিক্ষার্থীরা কোনোভাবেই জড়িত নয়। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। ছাত্ররা মাঠটির দখলমুক্ত করতে চায়। কারণ এই মাঠ শিক্ষার্থীদের।
আরেক শিক্ষার্থী নাম প্রকাশ না করে জানান, ফায়ার সার্ভিস সদস্যদের আগুন নেভাতে সহায়তা করা হয়েছে। আগুন দেয়ার ঘটনার সঙ্গে শিক্ষার্থীরা কোনোভাবেই সম্পৃক্ত নন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে প্রশ্নবিদ্ধ করা এবং সরকারকে অস্থিতিশীল করার জন্য আগুন লাগানো হতে পারে বলে ধারণা শিক্ষার্থীদের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। নাশকতা কি-না তদন্তের আগে বলা যাচ্ছে না।বিডিআর হত্যাকা-ের বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলাটির বিচার কার্যক্রম গতকাল বৃহস্পতিবার থেকে আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে শুরু হওয়ার কথা ছিল। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারস্থ আদালতে নাকি আলিয়া মাদরাসা মাঠের আদালতে বিচার কার্যক্রম শুরু হবে– এমন বিভ্রান্তি দেখা দেয় বুধবার। পরে ওই রাতে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে বকশিবাজারস্থ আলিয়া মাদরাসা মাঠেই বসবে আদালত। এমন সিদ্ধান্তের পরপরই ঘটে অগ্নিকা–ের ঘটনা।
এদিকে আলিয়া মাদরাসা মাঠে কিংবা কেরানীগঞ্জস্থ কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতের কোনোটিতে কারাবন্দিদের জামিন শুনানি গতকাল পর্যন্ত শুরু না হওয়ার ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন চাকরিচ্যুত বিডিআর জওয়ানরা। গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বিডিআরের চাকরিচ্যুত জওয়ানরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দি সদস্যদের মুক্তির দাবি জানান তারা। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও সেটি না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। বিডিআর সদস্যরা দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন উল্লেখ করে তারা বলেন, কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
কারাবন্দি বিডিআর জওয়ানদের জামিন শুনানিতে সাময়িক অনিশ্চয়তায় উদ্বেগ জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির ইনকিলাবকে বলেন, পিলখানায় সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকা–ের পর হত্যা মামলায় আদালত রায় দিয়েছেন। হত্যা মামলার রায়ে যাদের পাঁচ বছর বা সাত বছরের সাজা হয়েছে, তারাও বিস্ফোরক মামলার আসামি হওয়ায় গত ১৬ বছর ধরে কারাগারে রয়েছেন। তাদেরও অধিকার রয়েছে জামিনে বেরিয়ে এসে আইনি মোকাবিলা করা। দ্রুত বিচার সম্পন্ন করে যারা কোনো অপরাধ করেনি তাদের মুক্তি দেয়া উচিত।
এক প্রশ্নের জবাবে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বস্ত হয়েছি, আদালতের রায়ের পর অন্যায়ভাবে সরকার আদালতের উপর হস্তক্ষেপ করবে না। যা গত ১৬ বছর পতিত আওয়ামী লীগ সরকারের সময় করা হয়েছে। আমরা দ্রুত বিচার সম্পন্ন করে নিরপরাধ বিডিআর জওয়ানদের মুক্তির দাবি জানাচ্ছি। যারা অস্থায়ী আদালত পুড়িয়ে দিয়েছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কেএইচ/
পাঠকের মতামত:
- বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত
- একের পর এক মামলা থেকে জামিন পাচ্ছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: ব্যাটিংয়ে যুবা টাইগাররা-সরাসরি দেখুন
- নির্বাচনী সংলাপে সকল প্রার্থীর সমান সুযোগ চায় ইসি
- 'বিদেশে শ্রমিক রপ্তানিতে সবচেয়ে বড় বাধা দালাল চক্র'
- স্টক ডিভিডেন্ডের অনুমতি পেল কাশেম ইন্ডাস্ট্রিজ
- আংশিকভাবে স্থগিত ভারতীয় ভিসা কার্যক্রম
- যেসব খাবার ফ্রিজে রাখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়
- জুলাই ঐক্যের ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি আজ
- ইনশাল্লাহ, আগামী ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি: তারেক রহমান
- আরও ৭ দেশের ওপর নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন
- নির্বাচন পর্যবেক্ষণে ইইউ'র পূর্ণাঙ্গ মিশন নিয়োগ
- পুরো আইপিএল খেলতে পারবেন কি মোস্তাফিজ?
- বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ তারেক রহমানের
- সিএসই শরিয়াহ সূচক পুনর্গঠন: বিনিয়োগের যোগ্য ১১২ কোম্পানি
- রূপালী ব্যাংকের বিপজ্জনক ঋণ: অর্ধেক ঋণই এখন খেলাপি
- হিসাব নিকাশে মারাত্মক গড়মিল: অডিটরদের তোপের মুখে ন্যাশনাল টিউবস
- বিনিয়োগকারীদের শুন্য ডিভিডেন্ড দিল তালিকাভুক্ত ৫৭ কোম্পানি
- শরীরের দুর্গন্ধ বাড়ায় পরিচিত ৫ খাবার, জানুন বিশেষজ্ঞের পরামর্শ
- পুরুষের কাছে নারীর ১০ নীরব প্রত্যাশা, যা মুখে বলে না
- তারুণ্য ধরে রাখতে ৩ ভিটামিনের জাদু
- যে ১০ তারকা তারেক রহমানের সঙ্গে একান্ত সাক্ষাতের সুযোগ পাবেন
- ফাস্ট সিকিউরিটি ব্যাংকের ভয়াবহ লোকসান, শেয়ারহোল্ডাররা হতবাক
- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুত বাসভবন-অফিস
- ৯.২ কোটিতে যে দল পেল মুস্তাফিজ
- যে ১১ পেশায় যুক্ত হতে পারবে না এমপিও শিক্ষকরা
- মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা, ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ
- মুক্তিযুদ্ধ যেমন আমার, জুলাইও তেমনি আমার: নাহিদ
- বারাকা পাওয়ারের মুনাফা নিয়ে অডিটরের শঙ্কা
- হাদির ওপর হামলায় জড়িতদের ছাড় নয়: প্রধান উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের দৌড়ে পে-পাল
- ১১ কোম্পানিতে কমেছে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ
- ৫ কোম্পানিতে বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ
- তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির জাতীয় রিল প্রতিযোগিতা
- প্রশাসনে রদবদল: চার অধিদপ্তর পেল নতুন ডিজি
- মনোনয়ন পেয়েও নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
- সোনার পর রুপার দামেও রেকর্ড উত্থান
- সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার উন্নতি
- রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা
- আইপিএল নিলাম: দল পেলেন যারা, জানুন বাংলাদেশিদের অবস্থান-দেখুন সরাসরি
- বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড
- মাসের প্রথমার্ধে যে ১০ কোম্পানিতে সর্বোচ্চ মুনাফা
- চলছে আইপিএল নিলাম: হাই-ভোল্টেজ আয়োজনটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মাসের প্রথমার্ধে সূচক ও লেনদেনে ধাক্কা
- রাহুল গান্ধীর পোস্টেও বাংলাদেশের উল্লেখ নেই
- ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার উঠছে কার হাতে?
- বিজয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
- বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প
- উচ্চশিক্ষা কমিশনের খসড়া প্রকাশ, মতামত চাইল মন্ত্রণালয়
- ৭১ এ যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারাই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে: ফখরুল
- চড়া সুদে আমানত টানবে সম্মিলিত ইসলামী ব্যাংক
- দুই বছরের মধ্যেই কেনিয়ায় মুনাফার মুখ দেখল স্কয়ার ফার্মা
- টেক্সটাইল শিল্পের কফিনে শেষ পেরেক মারে আ.লীগ
- শেয়ারবাজারে নতুন দিগন্ত: প্রেফারেন্স শেয়ারের বাণিজ্যিক যাত্রা শুরু
- ডিএসই’র এক ব্রোকারেজ হাউজের লাইসেন্স বাতিল
- ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- তালিকাভুক্ত দুই কোম্পানির অস্তিত্ব নিয়ে শঙ্কায় নিরীক্ষক
- ডিএসইর কাছে ৭ হাজার বিনিয়োগকারীর ৬৮ কোটি টাকা দাবি
- শেয়ারবাজারে গতি ফেরাতে ১০ হাজার কোটি টাকার ইকুইটি ফান্ডের প্রস্তাব
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৫ সংবাদ
- ২৭ বীমা কোম্পানির হিসাব নিয়ে বিএসইসি’র লাল সংকেত
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ১ম ওয়ানডে খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে
- কারখানা বন্ধ, প্রতিবেদন নেই ৪ বছর; তবু শেয়ারদর দ্বিগুণ
- ৫ কোম্পানিতে বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত
- একের পর এক মামলা থেকে জামিন পাচ্ছে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ
- নির্বাচনী সংলাপে সকল প্রার্থীর সমান সুযোগ চায় ইসি
- 'বিদেশে শ্রমিক রপ্তানিতে সবচেয়ে বড় বাধা দালাল চক্র'
- আংশিকভাবে স্থগিত ভারতীয় ভিসা কার্যক্রম








.jpg&w=50&h=35)


.jpg&w=50&h=35)


