ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

২০২৫ জানুয়ারি ১০ ০০:০৭:২১
লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

গত বুধবার (০৮ জানুয়ারি) ক্লিনিকে ভর্তি হওয়ার পর মধ্যরাত পর্যন্ত তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কাটান।

হাসপাতালে খালেদা জিয়া পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতের রান্না করা খাবার খান। বৃহস্পতিবার সকালে তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান, যা স্থানীয় বিএনপির একজন নেতার মাধ্যমে জানা যায়।

মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পৌঁছান খালেদা জিয়া।

বুধবার সকালে তিনি সেখানে পৌঁছান এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ওয়েস্ট লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি হন। সেখানকার অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা শুরু হয়।

লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং বিভিন্ন সময় এভারকেয়ার হাসপাতালে ১৫ বার ভর্তি হয়েছেন। চিকিৎসকরা সবসময় তার চিকিৎসার জন্য মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারের সুপারিশ করে এসেছেন, তবে তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়নি।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় এখন তিনি উন্নত চিকিৎসা নিতে পেড়েছেন।

বিএনপির মিডিয়া সেলের এক সদস্য বৃহস্পতিবার রাতে জানান, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি রেখে অধ্যাপক কেনেডি চিকিৎসায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন।

পরবর্তীতে বাংলাদেশ থেকে আসা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা কার্যক্রম চলতে থাকবে।

উল্লেখযোগ্য যে, প্রথম দিনেই খালেদা জিয়ার সঙ্গে রাত পর্যন্ত সময় কাটান তার বড় ছেলে তারেক রহমান। তিনি আশাবাদী জানান যে, আল্লাহর রহমতে খালেদা জিয়া হাসিখুশি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে।

বিএনপির উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক বলেন, চিকিৎসকরা ইতোমধ্যে খালেদা জিয়ার প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন এবং বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে