ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

২০২৫ জানুয়ারি ০৯ ২১:২২:১৮
যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার প্রচণ্ড যানজটের কারণে নগরবাসীর ভোগান্তি লাঘব করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে যানজট দূরীকরণের জন্য প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা যানজট সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের উপায় এবং কীভাবে ভালো ফলাফল অর্জন করা যায় তা জানতে আগ্রহ প্রকাশ করেন। এরপর তিনি সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশনা দেন।

এছাড়া, বৈঠকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, গত চার মাসে ১ লাখ ৩৯ হাজার মামলা দায়ের এবং প্রায় ৫০ কোটি টাকার জরিমানা করা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে