ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: জানুন কার কত বাড়ছে

২০২৫ জানুয়ারি ১০ ১৭:০২:৩৪
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: জানুন কার কত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য এবার প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যারা নিম্ন গ্রেডে চাকরি করেন, তারা বেশি হারে ভাতা পাবেন, আর উচ্চ গ্রেডের কর্মকর্তারা কম হারে মহার্ঘ ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী:

১ থেকে ৩ গ্রেড: মূল বেতনের ১০%

৪ থেকে ১০ গ্রেড: মূল বেতনের ২০%

১১ থেকে ২০ গ্রেড: মূল বেতনের ২৫%

এছাড়া, সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে ৪,০০০ টাকা, এবং সর্বোচ্চ বেতন বাড়বে ৭,৮০০ টাকা। কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না।

মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তারাও এই ভাতা পাবেন।

এছাড়া, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা অত্যন্ত কঠিন, ফলে উন্নয়ন বাজেট কমিয়ে বর্ধিত বেতনভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান নিশ্চিত করেছেন যে, এই অর্থবছরে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে, মহার্ঘ ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে