ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

শুল্ক-কর বাড়ানোর সিদ্ধান্ত: যেসব পণ্য এখন আরও বেশি দামি হবে

২০২৫ জানুয়ারি ১০ ১০:১৬:৩৫
শুল্ক-কর বাড়ানোর সিদ্ধান্ত: যেসব পণ্য এখন আরও বেশি দামি হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে বেশ কিছু পণ্য ও সেবায় শুল্ক এবং ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ৯ জানুয়ারি রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। এই পরিবর্তনের মাধ্যমে মোবাইল ফোনের কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের শুল্ক বাড়ানোসহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক ও কর বাড়ানো হয়েছে।

বিভিন্ন পণ্যে শুল্ক ও ভ্যাট বৃদ্ধি:

মোবাইল ফোন ও ইন্টারনেট: সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে ২৩% করা হয়েছে।

ব্রডব্যান্ড সেবা: নতুনভাবে ১০% সম্পূরক শুল্ক বসানো হয়েছে।

ফল ও অন্যান্য পণ্য: সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, আপেল, ফলের রস, সাবান,ডিটারজেন্ট, ফ্রুট ড্রিংকসের শুল্ক ৫% থেকে ১৫% পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাদাম আমদানি: সম্পূরক শুল্ক ১০% থেকে ১৫% বাড়িয়ে ৪৫% করা হয়েছে।

বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস: ভ্যাট ৫% থেকে ১৫% করা হয়েছে।

টিস্যু, সানগ্লাস, মিষ্টি, পোশাক: ভ্যাট সাড়ে ৭% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।

ওষুধ: স্থানীয় ব্যবসায়ীদের জন্য ভ্যাট ২.৪% থেকে ৩% করা হয়েছে।

এলপি গ্যাস: স্থানীয় ব্যবসায়ীদের জন্য ২% ভ্যাট বাতিল করা হয়েছে।

ব্যবসায়ীদের জন্য নতুন কর বিধান:

টার্নওভার কর: ৩০ লাখ থেকে ৫০ লাখ টাকার বার্ষিক লেনদেন হলে ব্যবসায়ীদের ১৫% হারে ভ্যাট দিতে হবে।

আমদানি পর্যায়ে কিছু শুল্ক বৃদ্ধি:

ফলেস রস: সম্পূরক শুল্ক ২০% থেকে ৩০%।

তামাক: ৬০% থেকে ১০০%।

সুপারি: ৩০% থেকে ৪৫%।

বিমানবন্দর আবগারি শুল্ক:

অভ্যন্তরীণ রুট: ২০০ টাকা বাড়িয়ে ৭০০ টাকা।

সার্কভুক্ত দেশ: ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা।

এশিয়া: ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা।

ইউরোপ: ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা।

এই নতুন শুল্ক ও কর বৃদ্ধি রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্য রাখে এবং চলতি অর্থবছরের শেষ ৬ মাসে সরকারের আয় বৃদ্ধির উদ্দেশ্যে করা হয়েছে।

কেএইচ

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে