ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

উত্থান-পতন লুকোচুরি শেষে ইতিবাচক প্রবণতায় সপ্তাহ পার

২০২৫ জানুয়ারি ০৯ ১৫:৩৮:৩৬
উত্থান-পতন লুকোচুরি শেষে ইতিবাচক প্রবণতায় সপ্তাহ পার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (০৯ জানুয়রি) শেয়ারবাজারে দিনভর উত্থান-পতনের লুকোচুরির খেলা দেখা যায়। এদিন লেনদেনের শুরুতে উত্থানের ছোঁয়া দেখা গেলেও মধ্যভাগে পতনের ধাক্কা নেমে আসে। তবে দিনশেষে ইতিবাচক প্রবণতা দেখিয়েই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়।

এদিন সকাল সাড়ে ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সূচক প্রায় ১৮ পয়েন্টের বেশি লেনদেন হতে দেখা যায়। এরপর টানা পতন দেখা যায়। বেলা ১১টা ৫ মিনিটের ডিএসইর প্রধান সূচক প্রায় ৫ পয়েন্ট নিচে নেমে যায়। এরপর ১১টা ১২ মিনিটে বাজার কিছুটা উত্থানে ফেরে।

বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত বাজার আগের দিনের চেয়ে কিছুটা ওপরে থেকেই লেনদেন হয়। কিন্তু বেলা ১টার কিছু আগে বাজার আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট নিচে নেমে লেনদেন হয়। তবে নেতিবাচক এই অবস্থা খুব বেশিক্ষণ স্থির ছিল না। কিছুক্ষণ পরই বাজার ইতিবাচক অবস্থানে ফিরে যায়। যা শেষবেলা পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক সাড়ে ৯ পয়েন্ট বেশি দেখিয়ে লেনদেন শেষ হয়।

বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ৫ হাজার ১৯৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ৩.৫৮ পয়েন্ট কমে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিনে ডিএসইতে ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ১ লাখ টাকার।

ডিএসইতে আজ মোট ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টি প্রতিষ্ঠানের।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে